ভয়ানক অস্ত্র – ভালোবাসা
মো: আতিকুর রহমান পল্লব
আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও,
যার মাধ্যমে মানুষের লাশ নয়,
হাসিতে ভরে উঠবে দেশ।
আমি বুলেট সেই অস্ত্রের কথাই বলছি,
যার মাধ্যমে লাখ লাখ ভাই বোনের হৃদয় ভেঙ্গে চৌচির,
আমি সেই অস্ত্রের কথা বলছি যার অভাবে লোক করছে আত্মহত্যা,
আমি যেই অস্ত্রের কথা বলছি এ আর অন্য কোনো অস্ত্র নয় এ হলো ভালোবাসা।
যা নিজ,সমাজ, দেশ ও বিশ্বকে পরিবর্তন করে তুলবে,
যতোদিন রাজপথের দা,ছুড়ি ছেড়ে ভালোবাসা নামের অস্ত্রটি ধরতে পারবো না,
ততোদিন আমি,আমরা তুমি,তোমরা শান্তির মুখ দেখবো না।
আমাকে সেই অস্ত্রের বুলেট দিয়ে ঝাঝ্ড়া করে দাও,
যার অভাবে আমি ভেতর থেকে ভেঙ্গে চুড়ে চুড়মার।
বিশ্বে অস্ত্র বলতে শুধু দা, ছুড়ি,গুলিকে বুঝায় না,
বিশ্বের সবচেয়ে ভয়ানক অস্ত্র হচ্ছে ভালোবাসা।
যার অভাবে একজন মানুষের সব থাকার পরও ভেতর থেকে সে জীবন্ত লাশ হয়ে উঠে,
যার মারাত্মক আঘাতে একজন সুখে থাকা মানুষ অনায়াসে আত্মহত্যা বেঁছে নেয়।
যার মারাত্মক আঘাতে একজন সুখী মানুষ হয়ে উঠে হিংস্র ও প্রাণঘাতী,
কারণ,তার বুকে ভালোবাসার বুলেট আঘাত করেনি কখনোই।
একজন মানুষের হাতে অস্ত্র না তুলে দিয়ে তার মনের বাগানে ভালোবাসা
মাসুম বিল্লাহ্ চবি / নিউজবিডিজারনালিষ্ট২৪