ভবদহে একটি যৌক্তিক সমাধান যাতে হয় সেই চেষ্টা করবো সচিব নাজমুল আহসান -পানি সম্পদ মন্ত্রণালয়

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 week ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের দুঃখ ভবদহ এলাকার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (১০ই আগষ্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, দীর্ঘদিন যাবত ভবদহ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাসহ ভুক্তভোগী জনগণকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব

নাজমুল আহসান,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন,

ভবদহ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার চিত্র সরেজমিনে দেখেছি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুনেছি। সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে জানানো হবে। ভবদহে একটি যৌক্তিক সমাধান যাতে হয়, সেই চেষ্টা করবো। যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেয়া হবে। এভাবেই আশ্বাসের কথা জানান তিনি।

তিনি আরও বলেন,ভবদহ সমস্যা সমাধানে বড় প্রকল্প নেয়া হবে। সে প্রকল্পই হবে ভবদহের স্থায়ী সমাধান। ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে বলেন-বিভিন্ন দপ্তর এ সমস্যা সমাধান করার চেষ্টা করে পারেনি। এবার খাল খননের মাধ্যমে প্রশস্ত করা হবে। এছাড়া হরিহরসহ ৪টি নদী খননে বড় প্রকল্প গ্রহণ করা হবে। এরজন্য সময় লাগবে। সে সময় পর্যন্ত ভবদহবাসীকে অপেক্ষা করতে হবে।

উম্মুক্ত আলোচনা সভায় জোরালো বক্তব্য রাখেন-ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য মাহমুদুল হাসান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, নাগরিক অধিকার আন্দোলন যশোরের আহবায়ক মাস্টার নুরজালাল, জেলা জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, অলিয়ার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন-পানি উন্নয়ন বোর্ড (খুলনা সার্কেল) এর প্রকৌশলী ছবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক সান্তুনু ইসলাম সুমিত, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়ালি, উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য সচিব চৈতন্য পাল, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

আলোচকরা ভবদহ বিষয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সুপারিশমালা লিপিবদ্ধ করেন।

উল্লেখ্য এরআগে সকাল থেকে দুপুর পর্যন্ত যশোরের অভয়নগরের ভবদহের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলার আমডাঙ্গা খাল ও ভবদহ স্লুইস গেট পরিদর্শন করেন। এ সময় ভবদহ পানি নিষ্কাশন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রনজিৎ বাওয়ালী, পানি সম্পদ মন্ত্রণালয়ের ডিজি আমিরুল হক ভুঁইয়া, পানি উন্নয়ন বোর্ড খুলনার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত যশোরের এসি মুহাম্মদ সবিবুর রহমান, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, এস ডি সোহরাব হোসেন, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সিয়াম আলম, পলাশ কুমার ব্যানার্জী, থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান এবং সাবেক অধ্যক্ষ মতলেব সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!