ভবদহ

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

দেবাশীষ মন্ডল

কত কথা শুনছ একটি খবর শুনছনি ?
অন্ন মাতা বিল ভবদহের করুন কাহিনি ।
তোমরা যে ভাই শহর থাকো,
গাঁয়ের খবর কইবা রাখ-
রাজরাণি ক্যামনে হইল কাঙালীনি !

লাগল ক্ষুধা বাবুর পেটে,
বিল ভবদহ ধরল এটে ।
উপায় হারা ঘোর সংকটে হইল অনাথীনি ।
অন্ন মাতা বিল ভবদহের করুন কাহিনি ।

বিল ভবদহের সাতাশটি বোন,
হইল পতিত একই কারন ।
হইল তাদের সহ মরন পরান বাঁখানি ।
অন্ন মাতা বিল ভবদহের করুন কাহিনি ।

চোখের পাতা জলে ভরা,
হইল ধান্য-শষ্য হারা ।
জীর্ণ শরীর জ্বারা জ্বারা কে ঘোছাবে গ্লানি ?
অন্ন মাতা বিল ভবদহের করুন কাহিনি ।

এস, বি /নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!