ভটভটির ধাক্কায় ভাঙলো রেলগেটের ব্যারিয়ার

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

পাবনার ঈশ্বরদীতে গেটকিপারের নির্দেশনা অমান্য করে রেলগেট পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় রেলগেটের ব্যারিয়ার ভেঙে গেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী রেলগেটে এ ঘটনা ঘটে। পরে ট্রাফিক পুলিশ, গেটকিপার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রেলগেট অরক্ষিত রেখে বেনাপোল এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন পার করা হয়।

গেটকিপার শাহানাজ বেগম বলেন, মালবাহী ট্রেন সান্টিং করার সংকেত পেয়ে আমি রেলগেটের ব্যারিয়ার নামাতে থাকি। এসময় ইঞ্জিনচালিত একটি ভটভটি রেলগেট অতিক্রম করার চেষ্টা করে। চালককে বারবার হাত তুলে থামার নির্দেশনা দিলেও তিনি রেলগেট অতিক্রমের চেষ্টা করলে ব্যারিয়ারের সঙ্গে আঘাত লেগে ভেঙে যায়।

রেলগেটে দায়িত্বরত পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, গেটকিপার ও আমি দুজনই ভটভটি চালককে হাত তুলে থেমে যাওয়ার নিদের্শনা দিয়েছিলাম। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে রেলগেট পার হওয়ার চেষ্টা করলে ব্যারিয়ার ভেঙে যায়। পরে চালক ও ভটভটিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নুর মোহাম্মদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪

error: Content is protected !!