ডেস্ক রিপোর্টঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এইদিনে কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব—শুভ জন্মাষ্টমী।
সনাতন ধর্মানুসারে, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ।শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দিবসটি উপলক্ষে আজ সারাদেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা হবে।
সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪