মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
মণিরামপুর বুধবার দুপুরে উপজেলার রূপকথা বিউটি পার্লার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ওয়ার্ক প্লেসটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব নিশাত তামান্না।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্টিক কো-অরডিনেটর মো: আলমাছুর রহমান, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ডিস্ট্রিক্ট ম্যানেজার সোবহান শেখ, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি এরিয়া ম্যানেজার মোঃ নজরুল ইসলাম,
এরিয়া ম্যানেজার প্রগতি এস এম মাহমুদ হাসান, এসসিডিপি শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট শাখা ব্যবস্থাপক কবির আহমেদ, শাখা ব্যবস্থাপক উদয় কুমার ঘোষ, কর্মসূচি সংগঠক মো: আল আমিন প্রমুখ।
পরিদর্শন কালে তিনি লার্নারদের সঙ্গে পার্লার সংশ্লিষ্ট বিভিন্ন কাজ যেগুলি শিক্ষার্থীরা ইতিমধ্যে শিখেছে যেমন আপার লিপ, থ্রেডিং, ভ্রু প্লাক, ম্যানিকিওর, পেডিকিউর, হেয়ার কাটিং, রিবন্ডিং,
বেনি পাম্প, ফেসিয়াল ইত্যাদি বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। শেষে তিনি কর্মসূচির এ সকল কর্মকান্ডের প্রশংসা করেন।