মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোরে মণিরামপুর উপজেলা ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ছাত্র জনতা ও সকল শহীদদের স্মরণে বোয়ালিয়া ঘাটে তাদের রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ঠ বৃহস্পতিবার আছরবাদ বোয়ালিয়া ঘাটে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকুরিয়া ইউনিয়নের বিএনপি আহবায়ক মতিয়ার মাস্টারের সভাপতিত্বে দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোশারফ হোসেন টুকু, জসীমউদ্দীন, ফারুক হোসেন, রবিউল আলম, আব্দুল আলিম, বাবলু রহমান, হায়দার, ফারুক , জিয়াদুল, উজ্জ্বল। যুবদলের আরিফ বিল্লা, রাব্বি রেজয়ান, হাসান। ছাত্রদলের সহ-সভাপতি আল নাহিদ মুন্না, আরিফুল ইসলাম আরিফ , সিয়াব হোসেন, রাহুল আহমেদ। দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া ঘাট ১ নং ওয়ার্ডের বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকসহ স্থানীয় শিশু শিক্ষার্থীবৃন্দরা এই দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন, বোয়ালিয়া ঘাট ঈদগাহ জামে মসজিদের ইমাম হাফেজ ইউসুফ আলী।