বেনাপোল প্রতিনিধি:
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্প্রতি সীমান্ত এলাকায় চালানো বিশেষ অভিযানে প্রায় ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে বিদেশি মদ, শাড়ি, চাদর, বিভিন্ন প্রকার পাথর ও কসমেটিক্স সামগ্রী রয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিসি, পিএসসি) জানিয়েছেন, বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিদেশি মদ, শাড়ি, চাদর, ৬৬,০০০টি বিভিন্ন প্রকার জারকান পাথরের টুকরা, ৯২৮টি বিভিন্ন প্রকার কাচ পাথর এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাচালানকারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এই ধরনের চোরাচালান দেশীয় শিল্পের ক্ষতি এবং রাজস্ব আয়ের বড় ধরনের ক্ষতিসাধন করে। পাশাপাশি মাদক পাচার দেশের তরুণ সমাজের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের দেশপ্রেমিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।