বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ আটক-৩

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৯শ’ ৪০ গ্রাম ওজনের চার পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে একটি এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ আগষ্ট) সকাল ১১ টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন – ঝিনাইদহ জেলার কালীগন্জ উপজেলার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩),যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। ওই সময় একটি এলিয়ন প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে চারটি স্বর্ণেরবার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৯শ’ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।

এ ঘটনায় আটক তিন পাচারকারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে স্বর্ণেরবার গুলো যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

error: Content is protected !!