সোহেল রানাঃ যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে (৩.৪৯৮ কেজি ওজনের ৩০ পিস) স্বর্ণেরবার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের চারা বটতলা নামকস্থান থেকে এ স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুই স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা।
পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছায় মোড়ানো অবস্থায় ৩.৪৯৮ কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।