বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সোহেল রানাঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে (২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭পিস) স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানার খলশী গ্রাম থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ স্বর্ণের বারসহ তাকে আটক করে। আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল হোসেন জানান, বেনাপোল সীমান্ত পথ দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ও ৫৮ বিজিবি এর দুইটি চৌকষ টহলদল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার গ্রামস্থ মাঠে অবস্থান নেয়।

পরবর্তীতে সন্দেহভাজন এক ব্যক্তিকে খলশী বাজার গ্রামস্থ মাঠ দিয়ে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।পরবর্তীতে তাকে তল্লাশি করে তার কোমড়ে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্কসটেপ দ্বারা মোড়ানো ১৭ পিস স্বর্ণেবার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের মূল্য ২কোটি ৮২ লক্ষ ৯০ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

error: Content is protected !!