ইমরান হোসেন (শার্শা) যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে ফের ১৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি আটক করা হয়। আটক পাচারকারী লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হবে।
এরই ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়।
রাত সাড়ে ১০ টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন বিজিবির টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বিজিবি টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার ১৮টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।