বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ১২ মেট্রিক টন ইলিশ

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
অন্যান্য বছরের মতো এবারও আসন্ন দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। দেশের ৪৯ টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ১২ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে জানিয়েছে মন্ত্রণালয়। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মুল্য ইলিশ রপ্তানি হচ্ছে। কাস্টমস সুত্রে জানা গেছে, ইলিশের রফতানি কারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করনে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বাংলাদেশ লজিষ্টিক।
কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পরে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ২ হাজার ৪২০ মেট্রিক টন রপ্তানির অনুমতি দেয়। এতে বৃহস্পতিবার থেকে ইলিশ রপ্তানি শুরু হয়। বেনাপোল স্থল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৪৯ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার অনুমতি প্রদান করেন। সেই প্রেক্ষিতে আজ বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে চারটি প্রতিষ্ঠান ১২ মেট্রিক টন ইলিশ মাছ ভারতের রপ্তানি করার জন্য আমরা অনুমতি প্রদান করেছি।
এছাড়া বন্দর সংশিষ্টরা জানান, ২০১২ সালে ইলিশ রফতানি বন্ধ হয়েছিল। পরে আবারও রপ্তানি শুরু হয়। তবে বিষেশ বিবেচনায় কেবল দুর্গা পুজাতে ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। গত বছর রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার ৯০০ মেট্রিন টনের। এবছর অনুমতি হয় ২ হাজার ৪শ ২০ মেট্রিক টনের।
error: Content is protected !!