সোহেল রানাঃ
উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প ( ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে দিন ব্যাপি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শার্শা উপজেলা শাখার আয়োজনে উপজেলার বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সচেতনতায় বাল্যবিবাহ, ইভটিজিংসহ শারীরিক ও মানসিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অতিথিরা।শার্শা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র অফিসার এস এম শাখির উদ্দিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নায়ারণ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।