সোহেল রানাঃ
যশোরের বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ৭শ’বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ সদস্যরা। একই সাথে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৯ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে পুটখালি সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোলের পুটখালী উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন (২১) , একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২৫) ।
র্যাব-৬ যশোর কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঘটনাস্থলে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছেন।তাৎক্ষনিক তারা অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরবর্তিতে তাদের দেখানো মতে নদীরপাড় থেকে চার বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবসার ২৯হাজার ৫শ’ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে।