“বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে তৃণমূল প্রার্থী জনপ্রিয় আক্তারুজ্জামান আনসারী “

লেখক: mosharraf hossain
প্রকাশ: 6 months ago

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন উপজেলা নির্বাচনে-নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা তৃতীয় ধাপে ২৯ শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ১৩ তারিখ প্রতিকী বরাদ্দ দেওয়া হয়। একসময়ের সর্ববৃহৎ বেগমগঞ্জ এই উপজেলা ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সংস্কৃতিতে এটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষতঃ বাংলাদেশে স্বনামধন্য বেশ কয়েকজন নামীদামী শিল্পপতির বাড়ি এই উপজেলায়। চৌমুহানী বাজার হিন্দু সম্প্রদায়ের প্রচুর বসবাস হওয়ার কারণে ভোটে ব্যাপক ভূমিকা রাখে।

এখনো পর্যন্ত ০৪ জন প্রার্থী থাকলেও তথ্যসূত্রমতে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হতে যেকোন সময় সরে যাবে। অসংখ্য সামাজিক, মানবিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তৃণমূল থেকে প্রার্থী এডভোকেট আক্তারুজ্জামান আনসারী (এডিশনাল পিপি, নোয়াখালী জেলা জর্জ কোর্ট) বেগমগঞ্জ আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি ত্যাগী, নির্যাতিত এবং নিবেদিত হিসাবে সর্বসাধারণের নিকট বেশ জনপ্রিয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনবেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সাথে স্মার্ট বেগমগঞ্জ উপজেলা গড়ে তুলতে বেগমগঞ্জ এর সূর্য সন্তান, সাত লক্ষ প্রাণের স্পন্দন এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সম্মানিত সংসদ সদস্য জনাব মামুনুর রশীদ কিরণ মহোদয়ের একান্ত প্রিয় এবং আস্হাভাজন।

এডভোকেট আক্তারুজ্জামান আনসারী উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আশা প্রকাশ করে -যেহেতু তৃণমূল থেকে তিনি প্রার্থী। সুষ্ঠু ভোট হলে, জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারলে এবং কালো টাকার ছড়াছড়ি বন্ধ হলে টেলিফোন মার্কায় ব্যাপক ভোটে জয়লাভ করবে।

error: Content is protected !!