প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৩, ১:২০ অপরাহ্ণ
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার
বাংলাদেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আকাশে মেঘ নেই পাশাপাশি বাতাসের আর্দ্রতা কমে গেছে। গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি। মাঠে পড়ে নষ্ট হচ্ছে কৃষকের ধান। এমন পরিস্থিতিতে ইসলাম ধর্মে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ার রীতি রয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে খোলা মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শুনেছি মাঠে ইসতিসকার নামাজ আদায় করতে আসেন শতাধিক মুসল্লী। সেই নামাজের ইমামতি করেন চাতরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এতে শাহবাজপুর এলাকার সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করে।
মাওলানা আব্দুল মতিন বলেন, বেশ কিছুদিন যাবৎ তীব্র রোদ ও ভাবসা গরম মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আল্লাহর রহমত হয়তো উঠে গেছে।আল্লাহর রহমত ফিরিয়ে আনার জন্য এই মোনাজাত। বেশ কিছু বার ইস্তেগফার পড়ে দোয়া করা হয়েছে। আল্লাহর কাছে রহমতের পানি ভিক্ষা চাইছি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com