দিনাজপুর প্রতিনিধি:
বীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখো’মুখি সং’ঘ’র্ষে নি*হ’ত ২
ঠাকুরগাঁও জেলার নারগুন নামাক গ্রাম থেকে খেজুরের রস খেয়ে ফিরার পথে,দিনাজপুর জেলার, বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় শুক্রবার সকালে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক দিনাজপুর জেলার চিররবন্দর উপজেলার মশালপুর গ্রামের মাধব রায় (২৪) ও অপর মোটরসাইকেল আরোহী একই এলাকার বাসিন্দা দীপু রায় (৩০) মারা যায়।