বি ডি ও কে বাইরে রেখে তার চেয়ার দখল করে দলীয় বৈঠক করেন বিধায়ক ইদ্রিস আলী
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধান সভা কেন্দ্রে অন্তর্গত দুই নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের ঘর দখল করে তৃনমূল দলের নেতা ও বিধায়ক ইদ্রিস আলী দলীয় বৈঠক করেন। যা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে সরগরম শুরু হয়েছে। কারণ কোন দলের বিধায়ক কোন কালেক্টর বা সরকারি আধিকারিকের ঘর দখল করে বৈঠক করতে পারেন না। কিন্তু ব্যাতিক্রম পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও সাবেক এম পি এবং তৃনমূল দলের সাবেক মাইনরিটি দলের সভাপতি ইদ্রিস আলী করেছেন। তবে তার দলের পক্ষ থেকে এমন কাজ কে কেউ মেনে নিতে পারেন নি। তবে এমন কাজ কি করে তৃনমূল দলের নেতা ও বিধায়ক ইদ্রিস আলী করলেন তা দলীয় ভাবে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। কারণ একজন বি ডি ও র দায়িত্ব সরকারি কাজ তার এলাকায় তরান্বিত করা। তার জন্য জন উন্নয়ন মূলক কাজ কে বাস্তবায়নে রূপ দেওয়া সরকারের হয়ে। তার যদি চেয়ার দখল করে তৃনমূল দলের নেতা ও বিধায়ক বৈঠক করেন তা সম্পূর্ণ বেআইনি।।