মিজানুর রহমান কাব্য
যত্রতত্র বিষ প্রয়োগ হয়
সবজি ফসল চাষে
এমন বারো মাসে
বিষক্রিয়ার সব সবজি খেলে
সর্ব রোগ যে আসে।
অসৎ লোকে লাভের জন্য
পুকুর ডোবা জলে
নানান রকম ফলে
ফরমালিনের বিষ ছড়িয়ে
মানুষ মারে ছলে।
গরু, ছাগল, মাছ ও পাখি
মোটা করার নামে
বেচবে অনেক দামে
কেমিক্যালে হচ্ছে ক্যান্সার
মরণ ডানে বামে।
লোভনীয় যত খাদ্য
তৈরি করে যারা,
দেখতে নজর কাড়া
ক্ষতিকর সব রং মিশিয়ে
বিক্রি করে তারা।
আসুন সবাই সচেতন হই
দেশ গঠনের জন্য
সকল রকম পণ্য
ভেজাল মুক্ত করলেই হবো
দু’জনমে ধন্য।
আরিফ ইসলাম/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪