বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ জেলা কমিটির আয়োজনে ঘোনাপাড়া কার্যালয়ে মোঃ মান্না মোল্লার সভাপতিত্বে বিকাল ৫টায় এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক। প্রধান অতিথি ভিডিও কলের মাধ্যমে কুশল বিনিময় শেষে সকল সদস্যের উদ্দেশ্যে বলেন, মানুষ নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে যতদিন সচেতন না হবে ততোদিন মানবাধিকার রক্ষায় কল্যাণকামী মানুষকে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন একা একা আপনি মানবিক কাজ করতে পারবেন, কিন্ত সংগঠিত হয়ে কাজ করার মধ্যে একটা শক্তি পাওয়া যায়। তিনি সকলকে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর গঠনতন্ত্র অনুযাই বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান, মোঃ হাবিবুর রহমান, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, রুবিয়া খানম, আরমান বিশ্বাস, সাগর বৈরাগী, দিদার হোসেন, জাহিদ হাসান, সহ সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সব শেষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন টুঙ্গিপাড়া শাখার নতুন সদস্যদের কার্ড প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোসনা করেন।

error: Content is protected !!