নিউজ দাতা মনোয়ার ইমাম, কলকাতা:
এফআইসিসিআই (FICCI) ও সিআইআই (CII)-এর যৌথ উদ্যোগে আজ থেকে কলকাতার নিউটাউনে শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ভাষণে তিনি বিশ্বের শীর্ষ শিল্পপতিদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শিল্প গোষ্ঠীগুলিকে আহ্বান জানান।
এবারের সম্মেলনে ৪০টি দেশের শীর্ষ শিল্পপতি এবং ২০টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত রয়েছেন। মোট ৫,০০০ অতিথি এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিল্প তালুক গড়ে তোলার আহ্বান জানান এবং বিদেশি বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কলকাতা ও শহরতলির বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প হাব গড়ে তোলার দৃষ্টিভঙ্গিও তিনি তুলে ধরেন।
এই সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্য গোষ্ঠী তাদের মতামত বিনিময় করবেন এবং পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।