বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শামসুল আলম মৃধা আর নেই

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়র সাবেক বিশিষ্ট শিক্ষাবিদ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার অন্যতম সংগঠক জনাব শামসুল আলম মৃধা ৫ই জুলাই সকাল ৬ টাই সময় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

উক্ত বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতার প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের আস্থাভাজন- উপজেলার বরইচাড়া গ্রামের সুযোগ্য সন্তান।  এলাকার প্রিয় ব্যক্তিত্ব ,জনাব আলহাজ্ব (মোঃ শামসুল আলম মৃর্ধা ) আজ ৫ জুলাই ২০২৩ বুধবার  সকাল ৬টার সময় বার্ধক্য জনিত কারণে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তার মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৩ বছর।

জনাব মোঃ শামসুল আলম মৃধা স্যার ৩ জুলাই বেলা ৩টার দিকে গুরুতর অসুস্থ হলে ,প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় পরবর্তীতে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য  ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যু বরণকালে স্ত্রী  ও ৩ ছেলে ৪ মেয়ে সহ বহু গুনাগ্ৰহী দুনিয়াতে রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ জহর,বেলা ২টার সময় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হবে ,

দ্বিতীয় জানাজা আছর বাদ বিকাল ৫টায় জন্মভূমি বড়ইচাড়া গ্রামের মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

জনাব শামসুল আলম মৃধা তিনি অত্যন্ত ভালো মানুষ ও ফরেজগার ব্যক্তিত্ব ছিলেন।

স্যারের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ যেন তার পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ ধারার তৌফিক দান করেন।এবং প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তাহার মৃত্যুতে সমবেদনা শোক জ্ঞাপন করেছেন।

error: Content is protected !!