সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে বিশিষ্টজনের সম্মানে ভোজসভার আয়োজন করেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোছাব্বির হোসেন জুনেদ। বৃহস্পতিবার দিরাই পৌর শহরের কলেজ রোডস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, ওসি তদন্ত আকরাম হোসেন, সেকেন্ড অফিসার এসআই সাত্তার,দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, পংকজ পুরকায়স্থ অমর, লিয়াকত আলী, আশরাফ আহমদ, জুয়েল তালুকদার, আবুল কাশেম, রবীন্দ্র বৈষ্ণব, রেজাউল করিম,দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার প্রমুখ। মধ্যাহ্নভোজে আগত অতিথিদের স্বাগত জানান মোছাব্বির হোসেন জুনেদ ও তাঁর ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ এবং জাকির হোসেন জুহান।