বিল বোকড়

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

দেবাশীষ মন্ডল

ওরে জাত শকুনের পড়েছে নজর বিল বোকড়ের পরে,
ক্ষত বিক্ষত বিল বোকড় তাই ভাসে অশ্রু নীরে ।

হারিয়ে গেছে বিল বোকড়ের সবুজ শ্যামল শোভা,
লোভের জিহব্বায় জড়িয়ে আছে স্মৃতির করুন আভা ।
কোথায় রে সেই ধান-পাট-তিল,
আউস-আমন-তরমুজের বিল-
হরেক মাছে জল কিলবিল মালঞ্চ বাহু ডোরে ।
ক্ষত বিক্ষত বিল বোকড় তাই ভাসে অশ্রু নীরে ।

প্রভাত কালে নাঙল-জোয়াল মেঠো কাঁদা পথে,
আজ যে সবই অতীত ছবি কাঙালিনীর সাথে ।

কোন পরানে ভুল্লে তোমরা অন্ন দাতা মাকে ?
কোথায় কৃসক কোথায় কৃষাণী কে খবর তার রাখে ?
যে করিল বিল বোকড় পতিত,
লজ্জা কি নেই গাও তার গীত-
এক মাঘে আর যায় কি রে শীত ? অধিকার আন কেড়ে ।
ক্ষত বিক্ষত বিল বোকড় তাই ভাসে অশ্রু নীরে ।

এস,বি / নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!