সাইবুর রহমান সুমন, বেনাপোল:
অদ্য ২০ জানুয়ারি ২০২৫ তারিখে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২০১৩ সালের ২০ জানুয়ারি ঢাকার পিলখানায় পতাকা উত্তোলনের মাধ্যমে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন ও ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সীমান্ত সুরক্ষায় বিজিবির সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
গত এক বছরে রিজিয়ন সদর দপ্তর ও এর অধীনস্থ ইউনিটগুলো উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৭৯.২২ কেজি স্বর্ণ, ১৭৪.৫০ কেজি রৌপ্য, ১০৩.৬৪ কেজি কোকেন, ২৭.২৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬২.৬২ কেজি হেরোইন, ৪২টি অস্ত্রসহ অন্যান্য মূল্যবান সামগ্রী। এসব মালামালের মোট মূল্য প্রায় ৫২৯ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার পর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।