বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 week ago

আবু শাহান সেলিম মিয়া, রংপুর:

মহান বিজয় দিবসের মাসে
তরুণ প্রজন্মের উদ্দেগে রাধাকৃষ্ণপুর (মৌলভী পাড়া) বটতলার মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সারাদিন ব্যাপি রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড রাধাকৃষ্ণপুর মৌলভী পাড়া ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবিউল আবেদীন রতন সাবেক, কাউন্সিলর ১২ নং ওয়ার্ড মহানগর রংপুর। বিশেষ অতিথি, শামীমা আক্তার সুমি সাবেক, মহিলা কাউন্সিলর ১০-১১-১২ নং ওয়ার্ড মহানগর রংপর। আরোও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক, মোহাম্মদ আল ইখলাস (কোষাধক্ষ্য) নজিরের হাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি মহানগর রংপুর, মামুনুর রশিদ ( মামুন) ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজির হাট মেট্রো থানা মহানগর রংপুর, আব্দুল জলিল, বিশিষ্ট ঠিকাদার, মাহবুবুর রহমান সিনিয়র স্টাফ নার্স।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ ইং পরিচালনা করেন, এ বি এম আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মহানগর রংপুর। সভাপতিত্ব করেন,  আনারউদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে, আলহাজ্ব নাসির সিদ্দিকী। প্রধান আয়োজক তিনি বলেন, এলাকার ছেলে-মেয়েদের মাদক থেকে বিরত করে ক্রীড়ার সাথে সম্পৃক্ত ও মেধা বিকাশ করার জন্য আজকে দিনব্যাপী খেলাধুলার আয়োজন করা হয়েছে। আগামীতে এলাকারবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

error: Content is protected !!