বিজয়ের জয়গান
মুহাঃ মোশাররফ হোসেন
আফগানের মত সংগ্রাম করে
ছাত্ররা স্বাধীনতা এনে করেছে প্রমান,
শহীদের রক্তে নতুন করে গড়েছে
বাজিয়েছে বিজয়ের জয়গান।
জন্ম হোক যথাযত
কর্ম করো ভালো!
দেশটাকে করেছো স্বাধীন
এবার কুরআনের আইনে চলো।
স্বাধীন দেশে স্বাধীনতা পেয়ে
করোনা তোমরা দাঙ্গা-হাঙ্গামা,
নিও নাকো শোধ করিবে বিচার
সেই প্রভু দয়াল মহিমা।
রাসুলের আদর্শ করিও ক্ষমা
আছে সেথায় মহাৎ গুণ!
ক্ষমাই মহাত্ম দেখিতে নাহি পাও
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।