মোঃ এমদাদুল হক উপজেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার এক নারীর ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। যশোরের মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম মাসুদ রানার। তত্ত্বাধায়নে ও এএসআই শ্যামল সরকারের সহযোগিতায় বিকাশে অন্যত্র চলে যাওয়া ২৪ হাজার টাকা উদ্ধার করে। প্রকৃত মালিক ওই নারীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মনিরামপুর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা রোজিনা আক্তার। তার স্বামী আমিনুর হোসেন কাঙ্ক্ষিত নম্বরের পরিবর্তে ভুলবশত ওপর একটি বিকাশ নম্বরে ২৪ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে রোজিনা আক্তার। মনিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিকাশ নাম্বারটি যাচাই করে দেখা যায় সেটি বোয়ালমারী থানার ফরিদপুর।
আওতাভুক্তএক ব্যক্তির। পর মনিরামপুর থানা পুলিশ বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারিত হওয়া ২৪ হাজার। টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। রোজিনা আক্তার। বলেন, ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য মনিরামপুর থানা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।