আরিফা হক গাজীপুর প্রতিনিধি ঃ
বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করেছে। সাংবাদিকরা এই সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারেননি। সাগর-রুনির মতো অসংখ্য সাংবাদিক হত্যার ঘটনাও ঘটেছে।
শনিবার মুন্সীগঞ্জের লৌহজং থানার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘মাওয়া খানবাড়ি রিসোর্টে’ বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বোমা) আয়োজিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলা হয়।
আলোচনায় বক্তারা বলেন, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন নিয়ে আওয়ামী লীগ সরকার নানা তালবাহানা করেছে। শুধুমাত্র তাদের রাজনীতির সঙ্গে জড়িতদের পত্রিকাগুলো নিবন্ধন পেয়েছে। যারা সরকারের সমালোচনা করেছে, তাদের নিবন্ধন দেওয়া হয়নি।
সরকারের সমালোচনা করে সংবাদ প্রকাশ করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সেই সংবাদ সরাতে বাধ্য করা হতো। আওয়ামী লীগের এমন আচরণ জাতি আজীবন ঘৃণাভরে স্মরণ রাখবে।
আলোচনায় বলা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠন করা হবে, যা দেশের মানুষের সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।
অনুষ্ঠানে অংশ নেন:
ফ্যামিলি ডে-তে বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।