Wednesday, February 5, 2025

বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে: ওবায়দুল কাদের

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

যদি বিএনপির শুভবুদ্ধির উদয় হয়, তাহলে সংলাপ হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৯ অক্টোবর) তিনি বলেন, আওয়ামী লীগ এখন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপি থেকে কাউকে অন্তর্ভুক্ত করারও সুযোগ নেই। কারণ, সেখানে শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরাই অংশ নিতে পারবেন।

বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিএনপি- জামায়াত যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার মাধ্যমে তাদের তথাকথিত সমাবেশকে নিয়ে জনমনে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাই সত্যি হয়েছে। ২০১৪ সালে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে।

তিনি বলেন, বিএনপি অফিস-আদালত, বাসাবাড়িসহ ব্যাপক ভাঙচুর করেছে। যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য আবারও তারা তাদের মজ্জাগত সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। আমরা কারও সঙ্গে গায়ে পড়ে সংঘাতে যাব না। কারণ, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তির কথা বলছি। কিন্তু আমাদের ওপর কেউ হামলে পড়লে পরিস্থিতি যেটা বলবে আমরা সেটাই করব।

শনিবারের হামলায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচার দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই। যদি পরিবর্তন চান, তাহলে আসুন। আমরা একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের বিষয়ে বদ্ধপরিকর। নির্বাচন সময়মতো হবে। জনগণ না চাইলে আমরা ক্ষমতা থেকে সরে যাব। আর যদি কেউ মনে করে সহিংসতা করে, অপকর্ম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনি প্রক্রিয়াকে ভণ্ডুল করবেন, সেটা আমরা হতে দিব না বলেও জানান তিনি।

এম,এম,হোসেন/নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে ভোট দিতে এসে মোটর শ্রমিকের  মৃ’ত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে এসে নুর ইসলাম সজল নামে এক মোটর শ্রমিক মারা গেছেন। নিহত...

কালীগঞ্জে অ’বৈধ ইট ভাটায় পুড়ছে কাঠ  নিরব দায়িত্বশীল কর্তৃপক্ষ   

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা কয়লা। কিন্তু  লোক দেখানো কিছু কয়লা ভাটার...

মগরাহাট কলেজে শুরু আগুনের পরশমনি – ২০২৫

মনোয়ার ইমাম, কলকাতা মগরাহাট কলেজে শুরু হলো বাৎসরিক অনুষ্ঠান "আগুনের পরশমনি - ২০২৫"। অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন বিধায়িকা...

কালীগঞ্জে ভাঙ্গাচোরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মালিয়াট ইউনিয়নের বেথুলীর  খুড়ারবাজারের ত্রিমোহনি থেকে ত্বত্তিপুর বাজার পর্যন্ত প্রায় ৪...