বারুইপুর হিমচিতে শুরু হবে পবিত্র আস্তানা পাকের উরুস মোবারক 

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 weeks ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ 

আন্তর্জাতিক পীর ও বাংলার বুলবুল ভারত এবং বাংলাদেশের খ্যাতিমান পীর প্রায়ত পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা আল্লামা কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরীর ১৬ তম ঊরুষ মোবারক পালিত হতে যাচ্ছে আগামী ২৪শে ডিসেম্বর।

এই খবর জানিয়েছে কলকাতার খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও গোলাম ইস্তারশাদ আল কাদেরী।

ওই দিন রাতে বিশ্বের সকল মানুষের জন্যে শান্তি কামনা করে দোয়া করা হবে। প্রতি বছরের ন্যায় এই বছরও হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত এর সামনে আস্তানা পাকের মাঠে সারা রাত ধরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এই পবিত্র ঊরুস মোবারক উৎপাদন উপলক্ষে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বর্তমান সমাজের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাওলানা গন ।

দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হাজার হাজার ওলীদের আত্মত্যাগ ও উৎসর্গ এবং ইসলামের দাওয়াত বিবরণ তুলে ধরবেন।প্রায়ত ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক পীর হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি হজরত কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী র জীবন বাজি রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার অভিযান চালিয়ে নিয়ে এবং তার প্রভাবে লাখ লাখ মানুষের ইসলামের পথে ফিরে আসা নিয়ে আলোচনা করা হবে।

ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলা য় তার কয়েক লাখ মুরিদ বর্তমানে, রয়েছে। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত এর ও হিমচি গ্রাম কমিটির উদ্যোগে যে উরুস মোবারক পালিত হচ্ছে তাতে যোগ দিতে, আপনাকে আসতে হবে বারুইপুর রেলওয়ে স্টেশন নেমে উত্তর ভাগ, ওখান থেকে আটো বা টোটো করে হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত মাদ্রাসা প্রাঙ্গণে।

আবার যারা শিয়ালদহ স্টেশন লক্ষ্মীকান্ত পুর যাওয়ার ট্রেন ধরে সূর্য পুর স্টেশন নেমে নবগ্রাম অঞ্চল পঞ্চায়েতের সামনে থেকে আটো ও টোটো করে হিমচি গ্রাম। অথবা নবগ্রাম আটো নেমে ১০ মিনিট পায়ে হেঁটে হিমচি গ্রামে চলে আসতে হবে। পবিত্র ঊরুস মোবারক উৎপাদন উপলক্ষে বহু মাওলানা ও মুফতি সাহেব তাদের মূল্যায়ন বক্তব্য তুলে ধরবেন।

পবিত্র ঊরুস মোবারক উৎপাদন উপলক্ষে সকলকেই এই জলসা ও উরুস মোবারক আসার আহ্বান জানিয়েছেন হিমচি গ্রাম কমিটিও হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত ও হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি ও সমাজসেবী জনাব মোশাররফ হোসেন মন্ডল।

এই পবিত্র ঊরুস মোবারক এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা সৈয়দ গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা গোলাম ইস্তেরশাদ আল কাদেরী।

error: Content is protected !!