বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় গ্রেফতার পাঁচ ডাকাত, উদ্ধার ডাকাতির সামগ্রী

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় সোনারপুর থানা এলাকায় সোনার দোকানে ডাকাতি হওয়া সামগ্রী সহ পাঁচ ডাকাত কে গ্রেফতার করা হয়। এবং ধৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া সোনার গোহনা ও দুই টি ডাকাতি র কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ডাকাতির সব জিনিস পত্র ও ছয়টি আগ্নেয় হাতিয়ার এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজ বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একথা বলেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস । এবং বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ শ্রী ইন্দ বধন ঝা আই পি এস। সেই সঙ্গে হাজির ছিলেন বারুইপুর জেলা পুলিশের এস ও জি লক্ষী রতন বিশ্বাস। এবং বারুইপুর জেলা পুলিশের অন্যান্য আধিকারিক। ধৃত ব্যক্তিদের বারুইপুর জেলা আদালতে তোলা হবে এবং ওদের পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করবে বলে জানা যায়।

error: Content is protected !!