বারুইপুর জেলা পুলিশের জালে ধরা পড়েছে কুখ্যাত দুস্কৃতি সইদুল সরদার

লেখক: ভারত বাংলা প্রতিনিধি
প্রকাশ: 6 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সুভাষগ্রাম এর শিরিষ তলা এলাকা থেকে জয়নগর থানার চালতাবেড়িয়ার কুখ্যাত অপরাধী সইদুল সরদার কে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার অফিসার শ্রী রনি সরকারের নেতৃত্বে একটি টিম হানা দেয় সইদুল সরদারের গোপন ডেরায়। এবং পালাবার সুযোগ না দিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি পাইপ গান ও তাজা কার্তুজ এবং আগ্নেয় অস্ত্র উদ্ধার করে।

বারুইপুর থানার অফিসার ইনচার্জ শ্রী সৌম্য জোতিরায় এবং বারুইপুর জেলা পুলিশের সুপার এই ঘটনার পর ধৃত ব্যক্তির বিরুদ্ধে দুস্কৃতি ও আগ্নেয় অস্ত্র এবং অপরাধ মূলক কাজের জন্য দোষী সাব্যস্ত করে বারুইপুর জেলা আদালতে মামলা দায়ের করেন। আগামী নির্বাচনে র আগে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সবধরনের অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে তৎপরতা শুরু করে দিয়েছে।

error: Content is protected !!