বুলবুল হোসেন:
২৫ জুন ২০২৪, মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বাপা টাঙ্গাইল শাখার সহ সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মহিদুল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ আজিজুর রহমান। বাপা টাঙ্গাইল শাখার সাধারন সম্পাদক সহিদ মাহমুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাপা টাঙ্গাইল শাখার সহ সভাপতি অধ্যাপক অনিক রহমান বুলবুল, মোঃ আজহারুল ইসলাম খান, কার্যকরী সদস্য মীর জালাল আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ এরফানুজ্জামান রুনু, আনোয়ার হোসেন নবীন, আওয়াল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী, সদস্য রাকিব হোসেন মঈন।
সবাই টাঙ্গাইল জেলার বিভিন্ন পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করেন এবং বাপা টাঙ্গাইল শাখার বিগতদিনের সফলতা নিয়েও আলোচনা করা হয়। আলোচনায় যে সব বিষয় উঠে আসে তা হলো লৌহজং নদী দখল ও দূষন, মধুপুর শালবন ধ্বংস, অবৈধ ইটভাটা, শহরের বর্জ্য ব্যবস্থাপনা। সফলতার মধ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের ৭ টি শতবর্ষী গাছ কাটা বন্ধ করা।
সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৭ দিনের মধ্যে টাঙ্গাইল পৌর সভার মেয়রের সাথে দেখা করে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে।
মধুপুর শালবন ও জীববৈচিত্র্য রক্ষায় মধুপুর বনে একটি মানববন্ধন করা হবে।
লৌহজং নদী দখল ও দূষনমুক্ত করতে এবং অবৈধ ইটভাটা বন্ধের জন্য প্রশাসনকে চাপ দিতে হবে।
আরো সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে বাপা টাঙ্গাইল শাখা প্রতি মাসে একবার কমিটির সবাই বসবে।
সব শেষে বাপা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহিদুল হক খানকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা হয়।