বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী  ও হাফেজিয়া মাদ্রাসা যাওয়ার রাস্তার বেহাল দশা 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 month ago

শরিফুল খান প্লাবন:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের নূর দেওয়ানের বাড়ি সামনে দিয়ে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা যাওয়ার রাস্তার বেহাল দশা।
গেল বৃহস্পতিবার সকাল সারে ৮ টার দিকে  সরেজমিনে গেলে দেখা যায় যে, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও মাদ্রাসা ছাএ ছাএী মিলে প্রায় ৪ শত জন ছাত্র ছাত্রী লেখা পড়া করতে আসে, আর স্হানীয় জনগন সহ মোট ১ হাজারের বেশি  মানুষ যাতায়াত করে থাকে। অতি বা অনা বৃষ্টি হলে এখান দিয়ে যাতায়াত খুবই কষ্ট হয়ে যায়। এতে করে  বাচ্চারা  লেখা পড়া হাত থেকে বঞ্চিত হচ্ছে। বর্ষা মৌসুমে আষাঢ় মাস আসতে না আসতে রাস্তাটি পানিতে ডুবে যায়।
নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র জায়েদ হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ১ ভাই ও ১ বোন। ভাইবোন কেউ সাঁতার কাটতে  জানিনা। আমরা পড়া লেখা করার জন্য বাড়ি থেকে বের হলে মা ও বাবা বাড়ি ফেরার পৃর্ব  মুহূর্ত  পর্যন্ত চিন্তায় থাকে।তিনি আরও বলেন যে,আমাদের  মাদ্রাসা ও স্কুলের বেশির ভাগই শিক্ষার্থীর সাতাঁর জানেনা।
স্হানীয় বাসিন্দা নজরুল ইসলাম শেখ বলেন, আষাঢ় ৃমাস আসলে এখান দিয়ে পারাপারের একমাত্র অবলম্বন হয়ে থাকে বাঁশের সাঁকো
স্হানীয়দের একটাই দাবি যত তারাতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীকে মুক্ত করা।
error: Content is protected !!