সোহেল রানাঃ
সারাদেশের ন্যায় যশোরেও শৈত প্রবাহ ও শীতের তীব্রতা বেড়েছে। হার কাঁপানো শীতে যেন জনজীবন অচল হয়ে পড়েছে। বিশেষ করে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষ শীতে অসহনীয় কষ্ট পাচ্ছে।
এমন পরিস্থিতে যশোরের ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে রাতে বাড়ি বাড়ি ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবুর আর্থিক সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবক মীর ফারুক আহমেদ ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে উপজেলার পানিসারা ইউনিয়নের গাবুরাপুর, কুলিয়া, নারাঙ্গালী, বেজিয়াতলা, কৃষ্ণচন্দ্রপুর গ্রামে বাড়ি-বাড়ি ঘুরে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন,পল্লী চিকিৎসক ডাঃ জবেদ আলী, হারুন অর রশিদ,শ্রী জীবন কুমার দাশ, কবির হোসেন, তপু মির্জাসহ আরও অনেকে।