বাংলা নববর্ষের আবেদন
মোঃ মিজানুর রহমান কাব্য
চৌদ্দ শত একত্রিশ সন
নববর্ষের প্রথম দিন,
রবের রহম ঝরে পড়ুক
বাজুক সবার সুখের বীণ।
পুরনো সব দুঃখ গ্লাণি
ধুয়ে মুছে যাক সবার,
উদ্যোমী হোক সবার জীবন
নব সূর্য উঠুক আবার।
দূর্নীতি আর হিংসা বিদ্বেষ
খারাপী হোক অবসান,
মহান আল্লাহ সকল কল্যাণ
মোদের ধরায় করুক দান।
কুসংস্কার শিরক বিদআত
বিনাশ হয়ে যাক রে আজ,
সুখ সমৃদ্ধি জীবন নিয়ে
ধরায় করুক মানব রাজ।
ধর্ম, বর্ণ, দল ও মতের
উর্ধ্বে থাকুক মানব মান,
ও দয়াময় আল্লাহ দাও না
বাংলাদেশের অধিক শাণ।