মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে জজ কোর্ট মোড় মুজিব সড়ক যশোর জেলা আইনজীবী সমিতির ভবনের ১ নং হলরুমে বিজ্ঞ আইনজীবীদের সম্মানে ”রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩রা এপ্রিল) দিনব্যাপী যশোর জেলা আইনজীবী সমিতি ভবনের ১নং হলরুম এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাড, ইমামুল হাসান এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখা সাধারণ সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ আলমগীর সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ ওয়াজিউর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোঃ ইসহক। প্রধান আলোচক হিসাবে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডঃ গাজী এনামুল হক এসময় তিনি বলেন, ” রমজানের তাকওয়া অর্জন করে বাস্তব জীবনে প্রতিফলনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সম্ভব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম, যশোর জেলা আইন কর্মকর্তা (পি,পি), অ্যাডঃ ইদ্রিস আলী, সহ -সভাপতি অ্যাডঃ গাজী মাহফুজুর রহমান ও সাবেক সফ এম এ লতিফ, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবু মোর্ত্তজা ছোট ও সাবেক কোষাধক্ষ অ্যাডঃ আ,ক,ম মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশা আইনজীবীগণসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।