প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ৯:৩৮ এ.এম
বাংলাদেশ প্রেসক্লাব মণিরামপুর শাখার সহযোগিতায় মানুষিক ভারসাম্যহীন মমতাজ পরিবারের নিকট হস্তান্তর
মনিরামপুর প্রতিনিধিঃ
যশোর মণিরামপুর উপজেলা মোলামমিয়া বটতলা নামক স্থানে সকাল ১১ টার দিকে মানুষিক ভারসাম্যহীন এক সন্তানের জননী মমতাজ বেগম(৩০) কে পাওয়া যাই। ঐই এলাকার আসাদুজ্জামান আসাদ নামে এক যুবক বাংলাদেশ প্রেসক্লাব মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম কে ফোন দিয়ে জানালে দ্রুত তিনি ঘটনা স্থানে আসেন।৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে ঘটনা স্থানে মণিরামপুর থানার এসআই আঃ রাজ্জাক ঘটনা স্থানে আসেন।এবং ইতি মধ্যে অভয়নগর থানা অফিসার ইনচার্জ শামীম হোসেন কে বিষয়টি অবগত করা হলে,অভয়নগর থানা ইনচার্জ শামীম হোসেন দ্রুত মমতাজের ঠিকানা খুজে বের করে তার পরিবার কে মণিরামপুর থানার মোলমমীয়া নামক স্থানে যেতে বলেন।
মানুষিক ভারসাম্যহীন মমতাজ বেগমের পুত্র তাহসান (১৫) সহ স্হানীয় ইউপি সদস্যের প্রতিনিধি,
মোলামমিয়া বটতলা মুজিবুর রহমানের বাড়িতে এসে মমতাজ বেগম কে সনাক্ত করেন।এসময় মমতাজ বেগমের মা,ও পুত্র তাহসান মা কে দেখে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন।সর্বশেষ বাংলাদেশ প্রেসক্লাব মণিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্হানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস,আসাদুজ্জামান, সহ এলাকা বাসী উপস্থিত থেকে মমতাজ বেগম কে তার পরিবারের নিকট তুলে দেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।