বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা ও কমিটি ঘোষণা

লেখক: সেলিম মিয়া, রংপুর
প্রকাশ: 19 hours ago
Yaw:266.04053,Pitch:-6.1233367813887165,Roll:1.6836743976265893

আবু শাহান সেলিম, রংপুর:

রংপুর মহানগরীর নজিরেরহাট এলাকায় রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে হলরুমে গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় রংপুর মহানগর যুবদলের আওতাধীন ১২ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা ও কমিটি ঘোষনা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজাউল ইসলাম রাবু সদস্য, রংপুর মহানগর যুবদল‌। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আজিজুল শেখ বিপ্লব সদস্য, রংপুর মহানগর যুবদল। আরোও উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন স্বপন আহবায়ক, স্বেচ্ছাসেবকদল হাজিরহাট থানা, নজরুল ইসলাম যুগ্ম সাঃ সম্পাদক, মহানগর বিএনপি, এন্তাজুল
ইসলাম সহঃসভাপতি, বিএনপি মহানগর রংপুর, মিজানুর রহমান সদস্য সচিব, হাজিরহাট থানা স্বেচ্ছাসেবক দল, রুবেল হোসেন সদস্য, সাবেক মহানগর যুবদল, আহাদ হোসেন সভাপতি, স্বেচ্ছাসেবক দল।

আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, রুবেল হোসেন সদস্য সাবেক মহানগর যুবদল,
রনি, মিশন, আসাদ যুগ্ম আহ্বায়ক, যুবদল,
আহসান হাবীব সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক দল, মামুনুর রশিদ বাবু সাধারণ সম্পাদক, যুবদল ৩ নং ওয়ার্ড মহানগর রংপুর।

সভাপতিত্ব করেন, লিয়াকত হোসেন লিমন আহবায়ক, যুবদল। সঞ্চালনায় আল মামুন যুগ্ম আহ্বায়ক, যুবদল, রাজ্জাক যুগ্ম আহ্বায়ক, যুবদল। উপস্থিত ছিলেন সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

error: Content is protected !!