বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দিরে মুকুট চুরির ঘটনায় কড়া বার্তা ভারতের

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 days ago

মনোয়ার ইমাম, কলকাতা থেকে:

শক্তিপীঠ এর ৫১,তম পীঠস্থান বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাতা যশোরেশ্বরী পীঠস্থান থেকে একটি দেবীর মুকুট চুরি হয়ে গিয়েছে।

এই মুকুট টি উপহার সামগ্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১, সালে দিয়েছিলেন। কারণ মাতা দুর্গা র মোট পীঠস্থান হিসেবে ৫১,তম পীঠস্থান হিসেবে ধরা হয় বাংলাদেশের সাতক্ষীরায় জেলার যশোরেশ্বরী পীঠস্থান। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মধ্যে পড়ে। এই মন্দিরের পুরোহিত শ্রী দিলীপ মুখ্যোপাধ্যায় বলেন যে দেবী দুর্গার আগমন কালে এটি চুরি হয়ে গেছে। এই ঘটনার পর ভারতের বাংলাদেশের ঢাকা অবস্থিত ভারতের রাষ্ট্রদূত কে জানানো হয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে ঘটনার বিবরণ তুলে ধরেন।

এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান ডঃ ইউনুস সাহেব কে জানান যে যে কোন মূল্যে এই দেবীর মুকুট টি কে উদ্ধার করতে হবে। বাংলাদেশের বর্তমান সরকার পক্ষ থেকে দেবী যশোরেশ্বরী পীঠস্থান এর দেবীর মুকুট উদ্ধার করতে সবধরনের সহযোগিতা করবে বলে জানান।

error: Content is protected !!