মোঃমাসুদ আলম,ব্যুরো চীফ,রাজশাহীঃ
আজ ১ জানুয়ারী। ইংরেজি নববর্ষের প্রথম দিন। নতুন শিক্ষাবর্ষের শুরু। শিক্ষার্থীদের আনন্দের দিন আজ। সারা দেশে চলছে বই উৎসব। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের ২০২৪ শিক্ষাবর্ষের কোমলপ্রাণ শিশুদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় কোমলপ্রাণ শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. দুলাল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সউদ মোহা. আব্দুল অদুদ, ফিল্ড সুপারভাইজার, ইফা. গোদাগাড়ী। শিশু শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা নিউজবিডি জার্নালিষ্ট ২৪ ডট কম কে জানয় আজ আমাদের খুব খুশি লাগছে। আমরা বছরের প্রথম দিন বই পেলাম। আমরা এখন থেকে মসজিদে যাব।এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, অভিভাবক, ও ইসলামিক ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।