স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বুধবার বার (১৫ই নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় মুজগুন্নী সহ সম্পাদকের কার্যলয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। এ সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার তানভীর তপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার সহ সম্পাদক মোঃ আফজাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামসুল হক,ওবাট প্রজেক্ট অফিসার হুমায়ুন কবির, মোল্লা হায়দার আলী, জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার বিভাগীয় প্রধান সোনিয়া তালুকদার, মোঃ রাসেল সিকদার,আবুল কালাম, মোশাররফ হোসেন, দুলাল, মাসুদ রানা, মোঃ আবু বকবক সহ অন্যান্য সদস্য ও আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোরের চেতনা পত্রিকাটি ২৫ বছর পূর্ণ হয়ে ২৬ বছরে পদার্পণ করেছে। এই পত্রিকাটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম তাই দেশের এই অগ্রযাত্রায় ‘ ভোরের চেতনা পত্রিকা আলো ছড়াবে বলে আশা করি। তিনি আরো বলেন লাল সবুজের বাংলাদেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাফল্য এবং পাঠকের জন প্রিয়তা লাভ করেছে। সব শেষ করে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাসহ সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।