![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ
“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে’বর্ণাঢ্য র্যালি’র আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখা।বৃহস্পতিবার সকাল ১১ টায় মহিশালবাড়ী হাট কেন্দ্রীয় জামে মসজিদ গেট হতে থেকে শুরু করে, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোদাগাড়ী উপজেলা চত্বরে এসে হয়।
এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাই নবাবগঞ্জ জেলা পশ্চিম এর সভাপতি সালাউদ্দিন সোহাগ। রাজশাহী জেলা পশ্চিম এর সভাপতি মোঃ ইলিয়াস উদ্দীন, সেক্রেটারি মোঃ রেজুয়ানুল ইসলাম সহ জেলা উ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।