বন্যার বেদনা

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

বন্যার বেদনা
সাকিব হোসেন

বন্যার জলে ভাসে দিন,
মানুষের কষ্ট অগাধ বীন।
তলিয়ে গেছে ঘর-বাড়ি,
হারিয়ে গেছে সুখের আড়ি।

দুঃখের ঢেউ আসে ভেসে,
জীবনের স্বপ্ন সব ফেঁসে।
রাতের আকাশ মেঘে ঢাকা,
চোখের জলেও নেই কোনো মাপা।

খাদ্য নেই, নেই কোনো ছাদ,
কোথায় পাবো শান্তির বাদ।
পথের ধারে কাটে দিন,
কষ্টের সীমা নেই কোনো বিন।

শিশুরা কাঁদে, মায়েদের চোখ,
মনের মাঝে বিষাদের শোক।
ভেসে গেছে সব আশা-ভর,
শুকনো মুখে হাসির হার।

বাঁচার তাগিদে খুঁজি পথ,
পথের শেষ কোথায় কত।
শক্ত হাতে ধরেছি কূল,
বন্যা শেষে জীবন ফুল।

error: Content is protected !!