হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলায় বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তাছাড়া বজ্রপাতে দুটি গরু মারা গেছে।
রবিবার (৫ মে) ভোর ৫টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া এলাকার বাসিন্দা পরিবহন সুপারভাইজার ছাদেক মিয়ার ঘরে বজ্রপাতে আগুন ধরে যায়। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা তার স্ত্রী হাসিনা বেগম (৩০) ও ছেলে হানিফ মিয়া (৭) আগুনে পুঁড়ে মারা যান।
তবে ফজরের নামাজ পড়তে বজ্রপাতের আগে বাড়ি থেকে বের হওয়ায় বেঁচে গেছে ছাদেক মিয়ার বড় ছেলে মো. হাবিব (৯)।
একই সময়ে বজ্রপাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের শশী কারবারীপাড়া এলাকায় ঘরে ঘুমিয়ে থাকা সুমিকা ত্রিপুরার (২৭) মৃত্যু হয়েছে। তিনি ওই এলকার বাসিন্দা সুশেন ত্রিপুরার স্ত্রী।
এ ছাড়াও ভোরে বৃষ্টির মধ্যে উঠানে বাঁধা গরু গোয়াল ঘরে নিতে গিয়ে রামগড় সদর ইউনিয়নের হাজাছড়া এলাকায় বজ্রপাতে দুটি গরুসহ মৃত্যু হয়েছে গনজ মারমা (৫০) নামে এক ব্যক্তির।
ওই সময়ে ঝড়ে রামগড় বাজার, দারোগাপাড়া ও মহামুনিসহ পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ মিনিট স্থায়ী ওই ঝড়ে ভেঙ্গে গেছে বাড়িঘর, ফল গাছ ও বিদ্যুতের খুঁটি। ক্ষতি হয়েছে ফসলি জমি।
পুরো জেলায় একদিনে একই সময়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান চট্টলা বাংলাকে জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।