মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বুধবার দিনব্যাপী সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরনের আয়োজন করা হয়। সহকারী উপজেলার শিক্ষা অফিসার জনাব বীনা রানী সরকার এর সভাপতিত্বে এবং কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান লাইফ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফকে সম্মাননা স্মারক প্রদান করেন, রামনগর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ডলি চক্রবর্তী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব বীনা রানী সরকারকে সম্মাননা স্মারক প্রদান করেন, বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব পারভীন আক্তার। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হন সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন তরফদার সিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ শ্রীকন্ঠ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ট্রফি তুলে দেন, অনুষ্ঠানে অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।