ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে নিজ এলাকায় আর ফেরা হলো না ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশীর।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা উত্তরা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর লুবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। তিনি বলেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।
মুহাঃ সাদেক কুরাইশীর ভাইয়ের ছেলে মুহা. আবু লাইশ কুরাইশী বলেন, তার চাচা গত রোববার সপরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ার করেন। সেখান থেকে তিনি সোমবার ঢাকায় আসেন। মঙ্গলবার আকাশপথে ঠাকুরগাঁও ফেরার কথা। কিন্তু আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. দবিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।