বগুড়া সদরের বাঘোপাড়া বন্দর মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন সব সময় শ্রমিকদের পাশে আছে থাকবে। আমাদের যতোজন অসচ্ছল বা দূর্ঘটনায় আহত শ্রমিক ভাই আছেন আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।

শনিবার (০২ মার্চ ) রাতে বগুড়া সদরের বাঘোপাড়া বন্দরে, বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন বাঘোপাড়া বন্দর শ্রমিক বিশ্রামাগারের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ কবির আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রামানিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক ডা.লুৎফর রহমান পচা, দপ্তর সম্পাদক লয়া মিয়া, সদস্য শামিম শেখ, আতিকুর রহমান মিলন, আনিছুর রহমান সহ বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ। প্রধান অতিথি সম্মেলন শেষে আগামী ৩ বছরের জন্য সভাপতি হিসেবে তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টুকু সহ ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন।

error: Content is protected !!